Nabadhara
ঢাকাসোমবার , ২৪ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় দেশী মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের সভা অনুষ্ঠিত

MEHADI HASAN
জানুয়ারি ২৪, ২০২২ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ

নড়াইলের কালিয়ায় মৎসজীবিদের উপস্থিতিতে দেশী মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারী (সোমবার) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা মৎস কর্মকর্তা আবু রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দেশী মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের পরিচালক এস,এম, আশিকুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান সোহেলী পারভীন নীরি, উপজেলা কৃষি কর্মকতা সুবীর কুমার বিশ্বাস ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্য চাষীরা।

উপস্থিত কর্মকর্তাবৃন্দ বলেন, দেশের ৩ টি বিভাগের ১০টি জেলায় এ প্রকল্প আছে। এ প্রকল্প দেশী মাছের অভয়ারন্য তৈরীসহ দেশের সমগ্রীক পুষ্টি চাহিদা মেটাতে বিশেষ ভুমিকা রাখবে বলে তারা জানান। প্রকল্প বাস্তবায়ন ও সংরক্ষণে সকলকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।