স্টাফ রিপোর্টার, চিতলমারী :
বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের এক নারী সদস্যকে হাত পা ভেঙ্গে দেয়ার হুমকি দেওয়া হয়েছে। নকল সোনা, তক্ষক ও ম্যাগনেট প্রতারক চক্রের কাজে বাধা দেওয়ায় তাঁকে এ হুমকি দেওয়া হয়েছে এমন অভিযোগ এনে ২৩ জানুয়ারী ওই ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কৃষ্ণ মজুমদার (৪০), বিভাষ বসু (২৮) ও রনি মজুমদার (২০) এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংরক্ষিত ইউপি নারী সদস্য কবিতা রানা নবধারা কে বলেন, এলাকার নিরাপত্তার কথা ভেবে আমি আমার দায়িত্ববোধ থেকে বিভাষ বসুকে এলাকায় সন্ত্রাসীদের নিয়ে চলাফেরা করতে নিষেধ করেছি। এ ঘটনার জেরে সে আমাকে দেখায় দেবে, হাত পা ভেঙ্গে দেবে ও নানা ধরনের ক্ষতি করবে বলে হুমকি দিচ্ছে।
এব্যাপারে বিভাষ বসু ওরফে বৈদ্য বসু নকল সোনা, তক্ষক ও ম্যাগনেট ব্যবসার কথা অস্বীকার করে বলেন, আমি এ প্রতারক চক্রের সাথে জড়িত নেই। আমি ওই ইউপি সদস্যকে কোন হুমকি-ধামকি দেইনি।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা নবধারা কে বলেন, অভিযোগটি তদন্ত করে আইন গত ব্যাবস্থ্যা গ্রহন করা হবে।