Nabadhara
ঢাকাসোমবার , ২৪ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ !

MEHADI HASAN
জানুয়ারি ২৪, ২০২২ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের লোহাগড়ায় এক মাদ্রাসার ছাত্রকে টাকা চুরির অপবাদে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে উপজেলার মন্ডলভাগ আকতার হোসেন এতিমখানা ও রহমানিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল্লাহর বিরুদ্ধে। নিহত ছাত্র আরিফ বিল্লাহ(৮) উপজেলার লংকারচর গ্রামের নূর ইসলামের ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের লংকারচর গ্রামের নূর ইসলামের বড় ছেলে আরিফ বিল্লাহকে মন্ডলবাগ আকতার হোসেন এতিমখানা ও রহমানিয়া মাদ্রাসায় হাফেজি শাখায় ভর্তি হয়। মাদ্রাসার এক ছাত্রর দুইশত টাকা চুরি হয়ে যায়। বিষয়টি সে মাদ্রাসার শিক্ষকদের জানায়। গত সোমবার (১৭ জানুয়ারী) মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল্লাহ রাতে মাদ্রাসার ছাত্রদের ঘুম থেকে তুলে নামাজে বসানোর মত করে বাশের কুঞ্চি দিয়ে পিটায়। এ সময় ছাত্র আরিফ বিল্লাহকে আব্দুল্লাহ হুজুর বেধড়ক মারধোর করে গুরুতর আহত করে । ঘটনাটি পরিবারের কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। এক পর্যায়ে আরিফ অসুস্থ্য হয়ে কয়েকদিন ধরে লজিং বাড়ীতে না যেয়ে মাদ্রাসায় শুয়ে থাকে। শুক্রবার সকালে ওই গ্রামের লজিংবাড়ীর মালিক হাফিজারের স্ত্রী মাদ্রায় যেয়ে আরিফকে অসুস্থ্য অবস্থায় বাড়ীতে নিয়ে যায় এবং তার মা- বাবাকে বিষয়টি জানায়। ওই দিন রাতে অসুস্থ্য আরিফকে ফুপু রুনা খানম লাহুড়িয়ায় নিজ বাড়ীতে নিয়ে স্থানীয় কবিরাজের মাধ্যমে চিকিৎসা দেয়। সেখানে রোববার রাত আটটার দিকে আরিফ মারা যায়। আরিফের পিতা নূর ইসলাম জানান, তার সন্তান কে শিক্ষক হাফেজ আব্দুল্লাহর বেধড়ক পারপিটের কারেণ অসুস্থ্য হয়ে মারা গেছে। আমি ছেলে হত্যার বিচার চায়।

অভিযুক্ত সাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ ও বড় হুজুর আশরাফ আলীর সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি,ফোন বন্ধ পাওয়া যায় ।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন চুরির ঘটনায় সকল ছাত্রদের মারধোরের বিষয়টি নিশ্চিত করে নবধারা কে বলেন, রোববার রাতে নিহত ছাত্র আরিফের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তবে শরীরের আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।