Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকের মাতার পরলোগমন বিভিন্ন মহলের শোক

MEHADI HASAN
জানুয়ারি ২৫, ২০২২ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী :

চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের মাতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়ালের বড় বোন এবং শিক্ষাবিদ স্বর্গীয় প্রফুল্ল কুমার রায়ের সহধর্মিনী মনোরমা রায় (৯২) সোমবার (২৪ জানুয়ারী) রাত ৯.৪৫ টায় খাসেরহাট বাজারের নিজ বাস ভবনে পরলোকগম করেছন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুর ১২ টায় সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে বাড়ির আঙিনায় তাকে সমাহিত করা হয়।

সংসদ সদস্য শেখ হেলাল ও শেখ তন্ময়ের শোক
মনোরমা রায়ের মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দীন, এমপি শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী ফিরোজুল ইসলাম।
চিতলমারী উপজেলা আওয়ামী লীগের শোক
সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সহ-সভাপতি, মোঃ নিজাম উদ্দিন শেখ, শেখ বেল্লাল হোসেন, ইঞ্জিনিয়ার শেখ রফিকুল ইসলাম তাপস, সুখময় ঘরামী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, অবনী মোহন বসু, শামীম আনোয়ার বাবু, প্রচার সম্পাদক এসএমএ শোয়েল, কোষাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন মুন্সী, সাবেক চেয়ারম্যান অহিদুজ্জামান পান্না, জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দ।

নবধারা পরিবারের শোক
শোক জানিয়েছেন সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক বাইজিদ,স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম সাফা

উপজেলা যুবলীগের শোক
আহবায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক এস,এম মাহাতাব,নুর ইসলাম শিকদার,জামাল মুন্সি, সজল কান্তি বাড়ৈ, রেজাউল করিম মোল্লা, মিলন বাড়ৈ,আজগার মোল্লা, বিপ্লব উকিল প্রমুখ।

উপজেলা ছাত্রলীগের শোক
সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবিন হীরা,সহ- সভাপতি আদনান হোসেন, দপ্তর সম্পাদক শাওন, শিহাব সহ সংগঠনের নেতৃবৃন্দ।

চিতলমারী উপজেলা প্রেসক্লাবের শোক
সভাপতি দেবাশীষ বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সাফা, সাবেক সভাপতি এস এস সাগর, পংকজ মন্ডল, প্রদীপ মন্ডল,সম্পাদক শেখর ভক্ত, তাওহিদুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম, নির্বাহী সদস্য কপিল ঘোষ, সোহেল সুলতান মানু, খান হাফিজুর রহমান, টিটব বিশ্বাস প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।