কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের পশ্চিম কান্দি গ্রামে ৫৫ ফুট দীর্ঘ সরস্বতী প্রতিমায় অঞ্জলী দিয়েছে এলাকার সাধারণ মানুষ। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
প্রথমবারের মতো এতো বড় সরস্বতী প্রতিমা দেখতে আশেপাশের কয়েকটি জেলা ও উপজেলার উৎসুক মানুষ ভিড় করেছে প্রতিমার সামনে। প্রতিমাটি তৈরী করেছেন শিল্পি শ্রীবাস গাইন। ৩ জন সহকারী শিল্পিকে সাথে নিয়ে ২০ দিন প্রচেষ্টায় তৈরী হয়েছে এ প্রতিমাটি। তার দাবী এটিই দেশের সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা ।
এদিকে পূঁজা উপলক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। দুুইদিন ব্যাপী কবিগানের আয়োজন, বসেছে গ্রামীণ মেলাও । পূঁজা আয়োজক কমিটির কোষাধ্যক্ষ কমলেশ বিশ্বাস নবধারাকে জানায়, ভিন্নরকম কোন আয়োজনের উদ্দ্যেশ্য থেকেই আমাদের এই দীর্ঘ প্রতিমা তৈরী হয়েছে। সরস্বতী মায়ের ভক্তরা এখানে এসে অঞ্জলির দিয়েছে তাই আমাদের এই আয়োজন সার্থক হয়েছে।
টুঙ্গিপাড়ার কলেজ ছাত্রী নুপুর সাহা নবধারাকে বলেন, বন্ধুদের কাছে শুনে ৫৫ ফুট প্রতিমা দেখতে এসে আমি অবাক হয়েছি , এতো বড়ো প্রতিমা এর আগে আমি কখনোই দেখিনি। কান্দি ইউনিয়নের চেয়ারম্যান উত্তম বাড়ৈ বলেন, আমার ইউনিয়নে এমন একটি আয়োজনে আমি আনন্দিত।