Nabadhara
ঢাকাবুধবার , ২ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে শোভা পাচ্ছে সরিষার ফসল

MEHADI HASAN
ফেব্রুয়ারি ২, ২০২২ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারীঃ

বাগেরহাটের চিতলমারী উপজেলায় মৎস্য ঘেরের পাড়ে শোভা পাচ্ছে সরিষার ফুল। বিগত নব্বইয়ের দশকের আগে যখন মাছের ঘের আসেনি, তখন সমতল মাঠে শীতকালে শোভা পেত সরিষা ক্ষেত। দীর্ঘ দুই যুগ পরে সেই মাঠকে সরিষার হলুদ-সবুজ রঙে সাজতে দেখে খুশি চাষীরা।

চিতলমারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আিসম কুমার দাস জানান, চলতি বছর প্রায় ১৬৮ হেক্টর জায়গায় সরিষার আবাদ হয়েছে। সেখান থেকে প্রায় ২০২ মেট্রিকটন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শীতকালে এই সরিষা চাষাবাদ আরো বৃদ্ধির পাশাপাশি মধু আহরণের উদ্যোগ নিলে কৃষি লাভের ক্ষেত্রে নবদিগন্ত উন্মোচিত হতে পারে।

চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়নের শ্যামপাড়া গ্রামের চাষী বিভাষ মন্ডল নবধারা কে বলেন, পর পর কয়েক বছর টমোটো চাষে ক্ষতিগ্রস্থ হয়ে ভীষণ রাগ হয়। এক পর্যায়ে তাদের ঘেরের পাড়ে সরিষার দানা ফেলেন। আগের সেই সমতল ভূমি না হলেও, প্রায় ২৫ বছর পর ঘেরের পাড়ে সরিষার ফুল দেখে প্রাণ জুড়িয়ে যায়। মৌমাছিরাও এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।