Nabadhara
ঢাকাবুধবার , ২ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক যুগান্তরের ২৩বছরে পদার্পণে- দুমকিতে ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

MEHADI HASAN
ফেব্রুয়ারি ২, ২০২২ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
দেশের সর্বাধিক প্রচারিত শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ‘যুগান্তর’র ২৩বছরে পদার্পণ উপলক্ষ্যে পটুয়াখালীর দুমকিতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণে সীমিত পরিসরে প্রেসক্লাব দুমকির সভাকক্ষে জন্মদিনের কেক কাটা আলোচনা ও যুগান্তরের স্বপ্নদ্রোষ্ঠা, যমুনা গ্রুপের চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল ইসলাম বাবুল সাহেবের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
যুগান্তরের দুমকি উপজেলা প্রতিনিধি মো: সাইফুল ইসলামের উদ্যোগ ও সার্বিক ব্যবস্থাপণায় প্রেসক্লাব, দুমকির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানের পরিচালনায় জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মো: শাহাদাৎ হোসেন মাসুদ।
আলোচনা অনুষ্ঠানে পটুয়াখালী জেলা আ’লীগের অন্যতম সদস্য, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম সালাম, দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মো. তারিকুল ইসলাম,ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরাম( পিজেএফ)এর তথ্য প্রযুক্তি কল্যাণ ও প্রশিক্ষণ সম্পাদক  ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, দৈনিক আজকের সংবাদ প্রতিনিধি মো. এবাদুল হক বাদল, ভোরের কাগজ প্রতিনিধি মো. হারুন অর রশীদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা ও সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন সুমন।
আলোচনা শেষে বিশেষ মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মো. নেছার উদ্দিন আহম্মেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।