Nabadhara
ঢাকাবুধবার , ১৭ ফেব্রুয়ারি ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দরিদ্র শিক্ষার্থীদেরকে সহায়তার আহবান  গোপালগঞ্জের জেলা প্রশাসকের

MEHADI HASAN
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নবধারা প্রতিনিধিঃ

গোপালগঞ্জে ক্ষতিগ্রস্থ দুইটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।আজ বুধবার সকালে জেলা প্রশাসক শাহিদা সুলতানা তাঁর সম্মেলন কক্ষে এই ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা শিশু পরিবারের চতুর্থ শ্রেণীর ছাত্র যোবায়ের রহমান সম্প্রতি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। এই ছাত্রের মা সেলিনা বেগমের হাতে এক লক্ষ টাকার চেক ও সম্প্রতি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার হামিদুল ইসলামকে গুলি করে হত্যা করে একটি সন্ত্রাসী চক্র। তার স্ত্রী পারভিন বেগমের হাতেও এক লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ওসমান গণি, গোপালগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার(ভূমি)মোঃ মনোয়ার হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

জেরা প্রশাসক শাহিদা সুলতানা বিত্তবানদেরকে ব্যাংকে টাকা না ফেলে রেখে তা দিয়ে সঞ্চয়পত্র কিনে তারা লভ্যাংশ দিয়ে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদেরকে সহায়তা প্রদানের আহবান জানিযেছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।