Nabadhara
ঢাকাবুধবার , ১৭ ফেব্রুয়ারি ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিদ্যুতের কাটা তার উদ্ধার, ৪ চোর আটক

MEHADI HASAN
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম,নড়াইলঃ

নড়াইলের লোহাগড়ায় পল্লীবিদ্যুতের বিপুল পরিমান কাটা তার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ৪ চোরকে আটক করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে লোহাগড়া থানার এসআই বাচ্চু শেখের নেতৃত্বে একদল পুলিশ পৌরসভার গন্ধবাড়িয়া এলাকার সোহাগের গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমান পল্লীবিদ্যুতের কাটাতার সহ ৩টি চাপাতি, ১টি শাবল ও ১টি বোল্ডকাটার মেশিন উদ্ধারকরে। উদ্ধারকৃত তারের আনুমানিক মূল্য সাড়ে ৫ লক্ষ টাকা। এ সময় তার কাটার কাজে জড়িত থাকার অভিযোগে এনামুল শেখ, ইব্রাহিম মোল্যা, জিল্লুর রহমান,ইমন মোল্যাকে আটক করে। এ ঘটনায় লোহাগড়া পল্লীবিদ্যুতের জোনাল অফিসের এজিএম (ও এন্ড এম)রুবেল হোসেন বাদী হয়ে ৪ জন সহ আরো অজ্ঞাত ৩/৪ জন কে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ৪ জন কে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।