Nabadhara
ঢাকারবিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের লোহাগড়ায় আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা !

MEHADI HASAN
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

 শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

 

নড়াইলের লোহাগড়ায় পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। শনিবার (১২ ফ্রেরুয়ারি) বিকালে লোহাগড়া উপজেলার ব্রাহ্মমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

হামলার শিকার ঐ আওয়ামী লীগ নেতার নাম তাইজুল ইসলাম। তিনি নোয়াগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।উন্নত চিকিৎসার জন্য তাইজুলকে খুলনা মেডিকেল কলেজে নেয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণডাঙ্গা গ্রামের নুরুন্নবী মোল্যা ও তাইজুল ইসলাম পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শনিবার তাইজুল পরিকল্পিত হামলার শিকার হলেন। ঘটনার সময় তিনি ব্রাহ্মমডাঙ্গা খালের উত্তরপ্রান্তে বিলে অবস্থিত নিজের মাছের ঘেরে কাজ করছিলেন। সেখানে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার উপর চড়াও হয়ে তার শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে ফেলে রেখে যায়। তাইজুলের আর্তচিৎকারে পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুত্বর হওয়ায় চিকিৎসক তাকে উচ্চতর চিকিৎসর জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।

লোহাগড়া থানার অফিসার ইনর্চাজ আবু হেনা মিলন নবধারা কে বলেন, এ ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।