Nabadhara
ঢাকারবিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভ্রাম্যমান আদালতের রায়ে কালিয়ায় জুয়া ও মাদক সেবনের দায়ে ৭ জনের জেল জরিমানা !

MEHADI HASAN
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়ায় জুয়া ও মাদক সেবনের অপরাধে ৭ যুবককে ২১ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম।

১৩ ফেব্রুয়ারী (রোববার) তাদের এ দন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্তদের মধ্যে জুয়া খেলার অপরাধে উপজেলার পেড়োলী ইউনিয়নের খড়রিয়া গ্রামের মোয়াজ্জেমের ছেলে জাফর (৩২), জামাল শেখের ছেলে তরিকুল ইসলাম(৩০) ও রহমান শেখের ছেলে ইমদাদুল(৩৫) ও মাদক সেবনের অপরাধে ওই একই গ্রামের তাহমিদ মোল্যার ছেলে আঃ আলিম (১৯), আব্বাস শেখের ছেলে তরিকুল শেখ (১৯), নওশের মোল্যা ছেলে মান্নান মোল্যা (২১) ও নাজির শিকদারের ছেলে মাহমুদ শিকদার (২০) কে সাজা দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে ১ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, পেড়োলী ফাড়ী পুলিশের বিশেষ অভিযানে প্রকাশ্যে মাদক সেবন ও জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামের আদালতে হাজির করা হলে এ রায় প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম বলেন, প্রকাশ্যে জুয়া খেলা ও মাদক সেবনের অপরাধে আসামীরা ১৮৭(৩) ও মাদনদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৪২(১) ধরায় দোষী সাব্যস্ত হওয়ায় তাদেরকে এ সাজা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।