মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে মোটর সাইকেলের ধাক্কায় আমির আলী মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার দিকে খুলনা-মাওয়া পুরাতন সড়কের কুলিয়া বড়ঘাট এলাকার রবিউল মোল্লার শ’মিলের সামনে এদুর্ঘটনা ঘটে। নিহত আমির আলী মিয়ার বাড়ি উপজেলার কুলিয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমির আলী মিয়া বিকাল ৪ টার দিকে রবিউল মোল্লার শ’মিলের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। এমন সময় চরকুলিয়ার দিক থেকে আসা একটি মোটর সাইকেল তাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নবধারা কে নিশ্চিত করেছেন।