শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
রাষ্ট্রভাষা আন্দোলনের ৭০ বছর ও দেশে স্বাধীনতার ৫০ বছরেও চিতলমারীর অধিকংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মিত হয়নি। ফলে ভাষার জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছেনা শিক্ষার্থীরা।অস্থায়ীভাবে কলাগাছ ও বাঁশ দিয়ে শহীদ মিনার বানিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে থাকেন শিক্ষক শিক্ষার্থীরা।
উপজেলা মাধ্যমিক ও প্রথামিক শিক্ষা অফিস থেকে জানাগেছে, এ উপজেলায় ৪টি কলেজ, ৩২টি মাধ্যমিক বিদ্যালয়, ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,৩টি ফাজিল ,১টি আলিম ও ৩টি দাখিল মাদ্রাসাসহ মোট ১৫৪টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্য ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মান করা হয়েছে। কিন্তু বাকি ৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানে কোন শহীদ মিনার নেই। এছড়া ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি মাদ্রসার কোনটিতেই শহীদ মিনার নেই। সরকার দেশের ব্যাপক উন্নয়ন করলেও মুক্তিযোদ্ধা ও ভাষা শহীদদের সম্মানে প্রত্যেক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি বলে মনে করছেন সাধারন মানুষ।
উপজেলার নবপল্লী নিম্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা রানী হাজরা জানান, তার বিদ্যালয় শহীদ মিনার নেই। প্রতিবছর বাঁশ, কাঠ দিয়ে অস্থাযী শহীদ মিনার নির্মাণ করে শিক্ষার্থীদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম জানান ,এ উপজেলায় ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৬টি বিদ্যালয় শহীদ মিনার আছে। যেগুলো স্থানীয়রা কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৈরি করেছেন।
ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা নবধারা কে বলেন, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রতেক শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মানের জন্য বিবেচনা করা হচ্ছে।