মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে শিশু কিশোর কিশোরী কার্যালয়ের আয়োজনে বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩ টায় শিশু কিশোর কিশোরী কার্যালয় চত্বরে শিশু কিশোর কিশোরীদের ফুলেল শুভেচ্ছা, আলোচনা সভা ও কেক কেটে এ বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়।
শিশু কিশোর কিশোরী কার্যালয়ের সভাপতি মহারাজ সরকারের সভাপতিত্বে এবং পরিচালক সজিব সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রোগ্রাম অফিসার মেহেদী হামজা, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, যগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মকর্তা কোহিনুর আক্তার, এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম মিজানুর রহমান, সৌরভ কুমার মধু, শিশু কিশোর কিশোরী কার্যালয়ের শিক্ষক রাফিনা ইসলাম বর্ষা, প্রিয়া সরকার, কে,এম সাব্বির শিক্ষার্থী বৃন্দ।