রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ
নাজিফা তাবাসসুম দোলা। খুলনা পাইনিয়র সরকারি মহিলা কলেজ থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
ইতি পূর্বে দোলা প্রাথমিক সমাপনী, জেএসসি ও এসএসসি পরীক্ষায়ও গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হন। তার এই সাফল্যের জন্য সে তার মা, নাজমুন নাহার তুহিন, বড় দুই ভাই আবিদ এহসান তরফদার, জাবিদ এহসান তরফদার ও শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সে রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মরহুম জুলফিকার আলী ভুট্টো ও গৃহিনী নাজমুন নাহার তুহিন এর একমাত্র কন্যা। বর্তমানে সে খুলনার গগন বাবু রোডের কাগজি লেনের অস্থায়ি বাসিন্দা। দোলা ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। সে তার স্বপ্ন পূরণে জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।