শফিকুল ইসলাম সাফা,চিতলমারীঃ
আগামী ২৬ ফেব্রুয়ারী সারাদেশের ন্যায় বাগেরহাটের চিতলমারীতে লক্ষ্যমাত্রা অনুযায়ী ১ম ডোজের অবশিষ্ট ১৬ হাজার মানুষকে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সহযোগীতায় টিকা প্রদান কার্যক্রম সুন্দর, সুষ্ঠু পরিবেশ প্রদানের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়মে ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মামুন হাসান, সহকারী কমিশনার ( ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, থানার পরিদর্শক ( তদন্ত) ইকরাম হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজামা উদ্দিন,ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার,ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল খলিফা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেনসহ স্থানীয় জন প্রতিনিধি,বিািভন্ন দপ্তরের বিভাগীয় প্রদান , গন্যমান্য ব্যাক্তি ও গণমাধ্যম কর্মী ।