Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ফেসবুক প্রতারক আটক !

MEHADI HASAN
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক সবুজ শেখ (২২), নামে এক ফেসবুক প্রতারককে আটক করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারী (বুধবার) তাকে আটক করা হয়। সবুজ শেখ কালিয়া উপজেলার বনগ্রাম গ্রামের মইনুল শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ ফেব্রুয়ারী জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় এর অফিসে ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দাখিল করেন যে, তার নাম এবং ছবি ব্যবহার করে প্রতারক একটি ভুয়া ফেসবুক আইডি খুলে মানহানিকর তথ্য এবং অশ্লীল ছবি পোস্টের মাধ্যমে তাকে ব্ল্যাকমেইল করে আসছে। বিষয়টি পুলিশ সুপার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর ইনচার্জ পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাসকে দ্রুত ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করলে তার নেতৃত্বে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর চৌকস টিম আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার করে উক্ত ভুয়া ফেসবুক আইডির প্রতারক, চিহ্নিত করে গ্রেফতার পূর্বক নড়াইল সদর থানায় প্রেরন করেন।

উক্ত প্রতারক আটক হওয়ায় ভুক্তভোগী পুলিশ সুপারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ পোষন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।