নবধারা ডেস্কঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমরা টুঙ্গিপাড়াবাসী সমিতির উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে উপহার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে ঢাকার রবীন্দ্র সরোবরে এ উপহার বিতরণ করা হয়।
আমরা টুঙ্গিপাড়া বাসী সমিতির সভাপতি শেখ সাইদুল ইসলাম টুঙ্গিপাড়ায় অবস্থান করায় তিনি উক্ত অনুষ্ঠানটি টুঙ্গিপাড়া থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌরসভার নব নির্বাচিত মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সমিতির সাংগঠনিক সম্পাদক গাজী মারুফ হাসান সহ অন্যান্যরা।
সমিতির সাধারণ সম্পাদক জনাব এম এম কামাল হায়দারের নেতৃত্বে পরিচালিত এ অনুষ্ঠানে আমরা টুঙ্গিপাড়াবাসী সমিতির সহ-সভাপতি সাইদুল ইসলাম, কৌশিক চন্দ্র বিশ্বাস, শেখ মিলি, শেখ এমদাদুল হক, এডভোকেট কাজী ইলিয়াসুর রহমান (সহকারী অ্যাটর্নি জেনারেল), দপ্তর সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পদক নুর ইসলাম ও তারিকুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শামীম ফরহাদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক (ভারপ্রাপ্ত) ডাঃ নারায়ণ চন্দ্র বৈরাগী, সহ প্রচার সম্পাদক নাজমুল হক, ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক শেখ আজিজুল ইসলাম তারেক, গ্রুপ মডারেটর, এস.এম. আশিকুর রহমান, নাদিরা আক্তার, সদস্য মেহেদী ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও টুঙ্গিপাড়ায় অবস্থান করায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠানে যোগাদান করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং অর্থ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম।
নবধারা/বিএস
One thought on "মুজিববর্ষ উপলক্ষে আমরা টুঙ্গিপাড়াবাসী সমিতির উপহার বিতরণ"