Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

করোনা ভ্যাকসিন পেল চিতলমারীর শতভাগ শিক্ষার্থী

MEHADI HASAN
ফেব্রুয়ারি ২২, ২০২২ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী :

বাগেহরহাটের চিতলমারীতে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শতভাগ শিক্ষার্থী করোনা ভ্যকসিনের আওতায় এসেছে। একই সাথে কওমিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান কার্যক্রম অব্যাহত আছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ১২ থেকে ১৭ বছর বয়সের ১২ হাজার ৫৫ জন শিক্ষার্থীকে করোনা ভ্যকসিন দেওয়ার জন্য একটি চাহিদাপত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঠানো হয়েছিল।

এ উপজেলায় আনুষ্ঠানিক ভাবে গেল বছরের ২০ নভেম্বর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর শিতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে ১২ থেকে ১৭ বছরের মধ্যে সকল শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়েছে। ইতোমধ্যে শতভাগ শিক্ষার্থীকে প্রথম ডোজ ও প্রায় ৯৬ ভাগ শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়েছে। একই সাথে কওমিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের শতভাগ টিকার প্রদানের লক্ষে কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহামন জানান, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শতভাগ শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়েছে। একই সাথে কওমিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম চলমান আছে। অপ্লদিনের মধ্যেই কওমিয়া শিক্ষার্থীদের শত ভাগ টিকার আওতায় আনা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান নবধারা কে বলেন, সাফল্যজনক ভাবে শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়েছে।কোন শিক্ষার্থী টিকা না পওয়ার দাবি করে তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে তাদেরকে টিকা প্রদানের জন্য আমরা প্রস্তুত আছি। এছাড়াউপজেলার সকল টিকা গ্রহন উপযোগি ব্যক্তিকে আগামী ২৬ ফেব্রুয়ারি মধ্যে টিকার আওতায় আনার জন্য সকল ধরণের প্রয়োজনীয় পদেক্ষপ গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।