স্টাফ রিপোর্টার,চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার কথা বলে অর্থ দাবীর অভিযোগ উঠেছে। এব্যাপরে বড়বাড়িয়া ইউনিয়নের ঘোলা গ্রামে মোতালেব শিকদারের স্ত্রী ভুক্তভোগী আন্বিয়া বেগম বাদি হয়ে ওই গ্রামের রাজিব শিকদার এর বরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, বড়বাড়িয়া ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমি হীদদের ঘর দেওয়ার বিষয়ে যাচাই-বাছাই চলা কালে ঘোলা গ্রামের আঃ রউফ শিকদারের ছেলে রাজীব শিকদার ঘর দেওয়ার কথা বলে একই গ্রামের আম্বিয়া বেগমের কাছে উদ্ধতন কর্তৃপক্ষকে দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা দাবী করেন।
বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ সর্দার বলেন, বিষয়টি ইউএনও মহাদায় আমাকে জানিয়েছেন। আমরা ওই ব্যক্তির খোঁজ-খবর নিচ্ছি।
এ ব্যাপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ চাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেচ্ছা নবধারা কে বলেন,গৃহহীন মানুষগুলো প্রধানমন্ত্রীর উদ্যোগে স্থায়ীভাবে বসবাস করার জন্য একটি করে ঘর পাচ্ছেন।এটা মুজিব বর্ষের সেরা উপহার।এখান থেকে যদি কেউ নাম ভাঙ্গিয়ে টাকা দাবি করলে কঠোর ভাবে ব্যাবস্থা নেয়া হবে। ইতোমধ্যে পুলিশ রাজিব শিকদারকে ধরার জন্য অভিযানে নেমেছেন।
তবে রাজিব শিকদারকে বার বার ফোন দিলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।