Nabadhara
ঢাকাশনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে শিক্ষা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেলেন উজির আলী

MEHADI HASAN
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হলেন নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক ও উজালা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উজির আলী। ‘বঙ্গকথা’ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উজির আলীর হাতে এ সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেয়া হয়।

এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ‘কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা এবং কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।

‘বঙ্গকথা’র প্রতিষ্ঠাতা শেখ আজগর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মনিরুল ইসলাম নিলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব আছাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হুমায়ুন কবির, বঙ্গকথার উপদেষ্টা প্রকৌশলী দেবপ্রসাদ বিশ্বাস, শাহী সবুর, শেখ আসাদুজ্জামান মিথুন, আকরাম হোসেন মল্লিক, এস এম মাসুদ পারভেজ, শেখ মোহাম্মদ আসিফ হোসেনসহ অনেকে।

নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজালা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উজির আলী দীর্ঘদিন ধরে স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে কাজ করছেন। সমাজের অসহায়, ছিন্নমূল, এতিমসহ বিভিন্ন পেশার মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। উজির আলী নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের শালবরাত গ্রামের সন্তান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।