Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ ফেব্রুয়ারি ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, সাংবাদিকের বাড়িতে হামলা; আহত ৪

MEHADI HASAN
ফেব্রুয়ারি ১৯, ২০২১ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মধ্যপাড়া ও পাটগাতী সরদারপাড়ার মধ্যে সংঘর্ষের ঘটনায় দৈনিক আমার সংবাদের বশেমুরবিপ্রবি প্রতিনিধি ও নবধারার স্টাফ রিপোর্টার নাইমুল ইসলাম কল্লোলের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

জানা যায়, পাটগাতী মধ্য পাড়ায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি সালিশী বৈঠক বসে। সালিশী তে গ্রাম্য মাতব্বর গোলাম রসূল এবং সুলতান মিয়ার রায় মেনে নেননি মধ্যপাড়ার লোকজন।

উক্ত রায়কে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পাড়ার লোকজন মাইকিং করে সংঘর্ষের আহ্বান জানায়। পরে দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে ২ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ৪/৫ আহত হয় এবং আনুমানিক অর্ধশত ঘর ভাঙচুর করে দু’পক্ষের লোকজন।

টুঙ্গিপাড়া থানা পুলিশ সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার প্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাস স্ট্যান্ড এর আশেপাশের সকল সড়কে হামলায় ব্যবহৃত ইট পাথরের স্তুপ পড়ে আছে।

সাংবাদিক নাইমুল ইসলাম কল্লোল জানান, “আমার বাড়ি টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামে, পাটগাতী গ্রামে আমরা নতুন বাড়ি করেছি। আমার বাড়িতে কেন এই হামলা তা বোধগম্য নয়। এ ঘটনায় আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১১ টা) টুঙ্গিপাড়া বাস স্ট্যান্ডে ও এর আশপাশের প্রত্যেকটি মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।

 

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।