Nabadhara
ঢাকাসোমবার , ২৮ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে নবাগত ইউএইচএফপিও সহ ৯জন চিকিৎসকের যোগদান ও বরণ অনুষ্ঠিত

MEHADI HASAN
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন ও ৪২তম বিসিএস এর মাধ্যমে ৮জন চিকিৎসকের যোগদান ও বরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ মাহফুজা খাতুন রবিবার যোগদান করলেও ৮জন চিকিৎসক সোমবার যোগদান করাসহ একই সাথে ৯জনকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সোমবার দুপুরে উক্ত বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন, সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস।

আরএমও ডাঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও ডাঃ জব্বার ফারুকীর সঞ্চালনায় উক্তানুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাঃ রায়হান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী।

উল্লেখ্য, ৪২তম বিসিএস এর মাধ্যমে নতুন যোগদানকারী চিকিৎসকরা হলেন, ডাঃ বিভূতি মল্লিক, ডাঃ ফাহমিদা শবনম, ডাঃ রিফাত মাহমুদ, ডাঃ সমাপ্তি বিশ্বাস, ডাঃ এস.এম. আব্দুল আজিজ, ডাঃ ইমরান রায়হান, ডাঃ ফাতিমা জাহান (মিতি) ও ডাঃ প্রিয়াংকা মিত্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।