Nabadhara
ঢাকাসোমবার , ২৮ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে আনসার সদস্যকে পিটিয়ে জখম করে প্রাণ নাসের হুমকি !

MEHADI HASAN
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে জমিজমা সংক্রান্ত পূর্ব-বিরোধে প্রতিপক্ষের হামলা-সহিংসতায় মোঃ জামাল হোসেন (৪০) নামের এক আনসার সদস্যকে পিটিয়ে জখম করা হয়েছে।
শুধু যখম করেই ক্ষাস্ত হয়নি বরং প্রতিপক্ষরা প্রাণ নাসের হুমকি দিয়েও বেড়াচ্ছে। এতে করে ওই পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রামে এ হামলা-সহিংসতার ঘটনাটি ঘটে।
আহতে জামাল হোসেন জানায়, আামাদেরও একই বংশের প্রতিপক্ষ বশির সিকদার,আমির সিকদার, আব্দুল হক সিকদার শুক্রবার রাতের আঁধারে আমাদের ডিগ্রি প্রাপ্ত জমিতে দেয়াল নির্মাণ করলে পরদিন সকালে দেয়াল নির্মাণে বাঁধা দিলে প্রতিপক্ষের বশির সিকদার, আমির সিকদার, আব্দুল হক সিকদার, মাসুম সিকদার গংরা মিলে আমাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর যখম করে। পরে পার্শ্ববর্তী লোকজন আহত জামাল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে ভর্তি করেন।
দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রতিপক্ষ বশির সিকদার নবধারা কে জানান, কোন ধরনের মারামারি বা কোন প্রাণ নাসের হুমকি দেয়া হচ্ছে না এগুলো আমাদেরকে ফাঁসাতে মিথ্যা বানোয়াট নাটক সাজানো হয়েছে। উল্টো আমাদের জমি তারা জোর পূর্বক ভোগদখল করে আসছে।
দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।