Nabadhara
ঢাকারবিবার , ৬ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কৃষককে হেনস্থা করার জের- নড়াইলে সার ডিলারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

MEHADI HASAN
মার্চ ৬, ২০২২ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইল পৌরসভার উজিরপুর গ্রামের কৃষক আলী মোহাম্মদকে লাঞ্চিতের ঘটনায় সার ডিলার হাসানুজ্জামানের ডিলারসীপ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা কৃষক ও মৎস্যজীবি লীগ।

শনিবার (৫মার্চ) দুপুরের দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা কৃষকলীগ ও জেলা মৎস্যজীবী লীগের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল পৌর অওয়ামী লীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়েজিন লিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ভিপি গাউসুল আযম মাসুম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর আলম, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম আতিক মহিদ প্রমুখ। লিখিত বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, ‘গত ২৪ ফেব্রুয়ারি আদালত সড়কে আমরা দুর্নীতিবাজ সার ব্যবসায়ী হাসানুজ্জামানের সারের ডিলারসীপ বাতিল ও কৃষক আলী মোহাম্মদকে প্রকাশ্যে ঘাড় ধাক্কা ,কিল,ঘুষি মারা ও গালাগাল সহকারে লাঞ্চিত করার প্রতিবাদে ও উপযুক্ত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করি। এ সময় এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে জেলা প্রশাসক বরাবর স্মরকলিপি প্রদান করি। আজ অবধী উক্ত বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ কারণে আজ আমাদের এ সংবাদ সম্মেলনের আয়োজন। সারা দেশে পর্যাপÍ সার মজুদ থাকা সত্ত্বেও হাসান সিন্ডিকেটের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রি করায় এবং কৃষককে লাঞ্চিত করে সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে।

এসময় তিনি বাংলাদেশ কৃষক লীগ ও মৎস্যলীগ নড়াইল জেলা শাখার পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে দুর্নীতিবাজ হাসানুজ্জামানের সারের ডিলার বাতিলের এবং কৃষক আলী মোহাম্মদকে লাঞ্চিতের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।