Nabadhara
ঢাকাশনিবার , ২০ ফেব্রুয়ারি ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীতে মার্কেট দখল ও মালামাল লুটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

MEHADI HASAN
ফেব্রুয়ারি ২০, ২০২১ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

‌নবধারা প্রতি‌নি‌ধিঃ
গোপালগঞ্জের কারাতইল গ্রামের ধুসর বটতলার রিয়াদ মার্কেট দখল ও মালামাল লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মার্কেটের মালিক মোহামদ মুন্সির স্ত্রী সালমা বেগম।
আজ শনিবার সকাল ১০টায় রাতইল গ্রামের ধুসর বটতলার রিযাদ মার্কেটের সামনে এসংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সালমা বেগমের পুত্র মোঃ দিপু মুন্সি লিখিত বক্তব্য পাঠ করেন ।
লিখিত বক্তব্যে তিনি বলেন,১৬ বছর আগে তার স্বামীর দলিল মুলে কেনা ১০ শতাংশ জমি শান্তি পূনর্ভাবে ভোগদখল করে আসছিল।
গত দুই বছর আগে সেখানে তিনি রিয়াদ মার্কেট নামে একটি মার্কেট তৈরী করে দোকান ভাড়া দিয়ে ও নিজে ব্যবসা করছিলেন।কিন্তু ফেব্রুয়ারী মাসের ১৭ তারিখে রাতইল গ্রামের শরীফ মুন্সির নেতৃত্বে ৫/৬জন লোক ঐ মাকেট দখল করে ভাড়াটিয়াদের মার্কেটের দোকান
থেকে বের করে দিয়ে দোকানে তালা দিয়ে দখল নিয়ে নেয়।পরে তালা ভেঙ্গে মালামাল লুটে নেয়।
তিনি আরো বলেন, এ ব‌্যাপা‌রে কাশিয়ানী থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তাদের অভিযোগ গ্রহন করেননি। এ পরিস্থিতিতে তিনি পরিবার নিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছেন। তিনি মার্কেট ফিরে পেতে ও জীবনের নীরাপত্তার জন্য সংসদ সদস্য, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।