Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে সয়াবিন তেলের দাম বাড়তি, বিপাকে ক্রেতারা

MEHADI HASAN
মার্চ ১০, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

 মেজবা রহমান;স্টাফ রিপোর্টারঃ

সারা দেশের মতো গোপালগঞ্জেও ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে । নিত্যপণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের লোকজন । সরবরাহ কম থাকার অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা সয়াবিন তেল ও নিত্যপণ্যের দাম বাড়িয়েই চলছেন ।

খোজ নিয়ে জানা গেছে, বিক্রেতারা নিজেদের ইচ্ছেমতো সয়াবিন তেলে বেশি দাম রাখছেন বলে অভিযোগ ক্রেতাদের । এদিকে বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১০ থেকে ১২ টাকা বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা । তাঁরা বাজারে তেলের সংকটসহ বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে ইচ্ছেমাফিক টাকা আদায় করছেন । এছাড়াও বোতলজাত তেল অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ মিলছে। অতিরিক্ত লাভের আশায় বিক্রেতারা সয়াবিন তেল মজুদ করে রেখেছে ।

সরজমিন ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৬৮ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৮০ টাকায় ।এদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার নির্ধারিত মূল্য ১৪৩ টাকা হলেও বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬২ টাকায় । প্রতি লিটার পাম তেলের মূল্য ১৩৩ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায় । রমজান মাসকে সামনে রেখে ভোজ্য তেলের সাথে বাজারে দাম বেড়েছে চাল , আটা , ডালসহ নিত্যপ্রয়োজনীয় সব খাদ্যপণ্যের দাম বাড়তে থাকায় আয়ের সঙ্গে ব্যয়ের বিস্তার ব্যবধান সৃষ্টি হচ্ছে । এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে ।

বাজার সঠিক তদারকি করে প্রশাসন ও ভোক্তা অধিকার অসাধু ব্যবসায়ীদের প্রতি ব্যবস্থা গ্রহন করবে এমনটাই প্রত্যাশা করছে গোপালগঞ্জের সাধারন মানুষ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।