Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে নদী সংরক্ষণ শীর্ষক সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

MEHADI HASAN
মার্চ ১০, ২০২২ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ

চিতলমারীতে ইউনিয়ন পর্যায়ে নদী সংরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদ হলরুমে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় নদী রক্ষা কমিশনের দনী দূষন, দখলদারিত্ব এবং অন্যন্য দূষন থেকে ৪৮ নদী রক্ষা ও নদীর তথ্য ভান্ডর তৈরি ও সমীক্ষা প্রকল্পর আয়োজনে এবং ইউনিয়ন পরিষদের সহযোগীতায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

প্রোগ্রাম অফিসার মুকলেসুর রহমানের সঞ্চালনায় ইউপি চেয়ারম্যান সামিয়া রহমান বিউটির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা।বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হাওলাদার, ফিল্ড অফিসার শাহ সলিমুল্ল, এইচ এম নজরুল ইসলাম।

প্রকল্পটির উদ্দেশ্য সমীক্ষাধীন ৪৮ টি নদী দখল, দূষন, দখল দারিত্ব নব্যতা ও ভাঙ্গন সম্পর্কিত তথ্য সংগ্রহ করে কমিশনের তথ্য ভান্ডারে অন্তর্ভূক্তি করা। নদী রক্ষায় স্থানীয় জনগন , স্থানীয় সরকার ,জন প্রতিনিধি, সুশীল সমাজের মানুষদের সম্পৃক্তকরণ করে নদী নির্ভর জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধিও কার্যক্রম গ্রহন করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।