গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নগরকান্দা মডেল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার ।
আজ বৃহস্পতিবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।
পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী ৩০ লাখ শহীদ, জাতীয় ৪ নেতা ও ১৯৭৫-এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।
এ সময় নগরকান্দা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কাউছার আহমেদ ২ নং ওয়ার্ডের কাউন্সিলর নাছির মাহমুদ , ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ইমদাদুল মাতুব্বর , ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আমীর ফকির , এবং ৭, ৮, ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পারুলী বেগম, সাংবাদিক ইমরুল কবির ,সৌরভ ,নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মিঠুন ভদ্র , সুমন , জয় প্রমূখ উপস্থিত ছিলেন।