Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বঙ্গবন্ধুর জন্মদিন উৎযাপন 

MEHADI HASAN
মার্চ ১৭, ২০২২ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৭ মার্চ রাত বারোটা এক মিনিটে কেক কেটে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন পালন করছে পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
পিরোজপুর জেলা শহরের সি ও অফিস সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা ও সাধারণ সম্পাদক সুমন সিকদারের আয়োজনে ও নেতৃত্বে এ জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মৃণাল কান্তি দত্ত, সৈয়দ ইমরান আহমেদ, মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান খান, রাসেল সিকদার, সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুম, শুভদ্বীপ শুভ, মান্নান সাইফুল, দপ্তর সম্পাদক সাকিল সিকদার অপু, প্রচার সম্পাদক শওকত খান, সমাজ কল্যান সম্পাদক অমিত বিশ্বাস, সদস্য আতিকুল হীরা প্রমুখ।
এছাড়াও  সাকিল শেখ, জুবায়ের আল মামুন, আসাদ রিগ্যান, জিহান গাজী , সাব্বির শেখ , হাসান সিকদার,  সাজু, সৈকত সহ জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
“আমি জনগণের এবং জনগণ আমার। আমি বাংলার মাটিকে ভালোবাসি। আমায় ভালোবাসে বাংলার মাটি। বাংলা আমার আমি বাংলার।” এই আত্নপোলব্ধীই বঙ্গবন্ধুকে মাটির মানুষের কোমন হৃদয়ের এতো কাছাকাছি নিয়ে এসেছে বলে সংগঠনের সভাপতি রাসেল পারভেজ রাজা তার সংক্ষিপ্ত আলোচনায় ব্যক্ত করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক সুমন সিকদার বলেন, বঙ্গবন্ধুর জাদুকরী নেতৃত্বের ফলেই আমরা আজ স্বাধীন দেশের গর্বিত নাগরিক।
সংক্ষিপ্ত আলোচনার পরে আতসবাজি ও ফানুস উড়ানো হয়।
স্বাধীন বাংলাদেশের স্থপতি অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। এই দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসেবেও উৎযাপন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।