শরিফুল ইসলাম, নড়াইলঃ
নড়াইল জেলা মতুয়া মিশনের উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের ১৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৮ মার্চ) বিকেল নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে রূপগঞ্জ এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। নড়াইলের বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মালম্বী মতুয়া সম্প্রদায়ের লোকজন শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন-মতুয়া মিশন নড়াইল সদর উপজেলার সভাপতি রূপকুমার মজুমদার, সদরের উপদেষ্টা অশোক কুন্ডু, লোহাগড়া শাখার সভাপতি বলদেব বিশ্বাস, সঞ্জিত মজুমদারসহ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।