Nabadhara
ঢাকাশুক্রবার , ১৮ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের নড়াগাতীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

MEHADI HASAN
মার্চ ১৮, ২০২২ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী ০৬ খাশিয়াল ইউনিয়নের আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যাপীঠ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ (শুক্রবার) দিন ব্যপি প্রায় আটশত অসহায় ও দরিদ্র রুগীকে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয় এ সেবার মাধ্যমে।

কমরেড মরহুম আতাউর রেহমান স্বরণে তাঁর সহযোদ্ধা ও স্বজনেরা এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ছয় জন ডাক্তার উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা রুগীদের চিকিৎসা সেবা দেন।অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে ফ্রী মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথি ছিলেন খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি বি এম বরকত উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন খাশিয়াল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার খান লুৎফর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে বিএম বরকত উল্লাহ বলেন, সহযোদ্ধা মরহুম আতাউরের স্মরনে আমরা এ ফ্রী মেডিকেল টিমের আয়োজন করেছি। অতীতেও এধরনের আয়োজন আমরা সফল ভাবে সম্পন্ন করেছি এবং ভবিষ্যতেও এ সেবা দান কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।