Nabadhara
ঢাকারবিবার , ২০ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় রাজমিস্ত্রী রাজিব নিখোঁজের ৮ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি !

MEHADI HASAN
মার্চ ২০, ২০২২ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া গ্রামের মো. রাজিব মোল্যা (৩২) নামে এক রাজমিস্ত্রী ৮দিন যাবত নিখোঁজ রয়েছে বলে জানা গেছে । এ ঘটনায় নিখোঁজের তিনদিন পর গত ১৬ মার্চ রাজিবের শশুর দাউদ খান কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। রাজমিস্ত্রি রাজিব উপজেলার কলাবাড়িয়া গ্রামের মো. ছালাম মোল্যার ছেলে। পুলিশ ও নিখোঁজের পারিবারিক সুত্রে জানা যায়, বিগত ৭ বছর আগে রাজিব কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের মো. দাউদ খানের মেয়ে শিখা বেগমকে বিয়ে করে শ্বশুর বাড়িতেই বসবাস করতেন। প্রতিদিনের মত গত ১৩ মার্চ সকালে উপজেলার সালামাবাদ ইউপির বাকা গ্রামের একটি বাড়ীতে কাজ করার নাম করে বেরিয়ে আসে। এরপর সে আর ফিরে আসেনি। আত্মীয় স্বজনদের কাছে খোঁজ নিয়েও তার কোন সন্দান মেলেনি।

রাজিবের স্ত্রী শিখা বেগম জানান, ওইদিন সে কোথাও কাজে যায়নি বলে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন। এ ছাড়া নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। দুটি শিশু সন্তান নিয়ে শিখা বেগম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বলে জানান।

কালিয়া থানার ওসি (তদন্ত) মো. রতনুজ্জামান বলেন, এখন পর্যন্ত নিখোঁজ রাজিবের সন্ধান মেলেনি। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানোসহ সবধরনের পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।