বাইজীদ সা’দ, গোপালগঞ্জঃ
গোপালগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন বালুকণা সমাজকল্যাণ সংস্থা ও দর্পণ ব্লাড ক্যাম্পের স্বেচ্ছাসেবক বৃন্দ।
আজ রবিবার সকালে বালুকণা সমাজকল্যাণ সংস্থা ও দর্পণ ব্লাড ক্যাম্পের সভাপতি মোঃ সোহান ও সাধারণ সম্পাদক শেখ আবির হাসান অভির নেতৃত্বে গোপালগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা।
পরে পথ শিশুদের নিয়ে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন সংগঠনের সদস্যরা।
পথ শিশুদের নিয়ে বিশেষ দোয়া
এ সময় বালুকণা সমাজকল্যাণ সংস্থা ও দর্পণ ব্লাড ক্যাম্পের সহ-সভাপতি মুসা মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী অয়ন, প্রচার সম্পাদক ইমন সিকদার, উপ-দপ্তর সম্পাদক জেসমিন আলম জুই সহ স্বেচ্ছাসেবক মোঃ আশিক, মোঃইলিয়াস, মোঃ রাফি প্রমূখ উপস্থিত ছিলেন।
নবধারা/বিএস