Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় ধর্ষনের শিকার বুদ্ধিপ্রতিবন্ধি কিশোরীর আগত সন্তানের স্বীকৃতি চান স্বজনরা !

MEHADI HASAN
মার্চ ২২, ২০২২ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া পৌর এলাকার বড়কালিয়া ঘোষপাড়া গ্রামের মৃত মনিন্দ্র নাথ ঘোষের ছেলে রূপ কুমার (৬৫) কর্তৃক ধর্ষনের শিকার বুদ্ধি প্রতিবন্ধি (১৮) কিশোরীর আগত সন্তানের স্বীকৃতি চান তার স্বজনরা।

অভিযুক্তের স্কুল শিক্ষক ভাই বিষয়টি মিমাংসার জন্য স্থাণীয় শালিসে ১ লক্ষ ২০ হাজার টাকায় রফাদফা করতে চাইলেও ধর্ষনের শিকার প্রতিবন্ধির বড় চাচা অসীম কুমার ঘোষ বিষয়টি মেনে নেননি। আগত সন্তানের স্বীকৃতি চান তিনি। ২০ মার্চ (রবিবার) বিকেলে সরেজমিনে গেলে এ বিষয়টি সাংবাদিকদের অবগত করে অসীম কুমার ঘোষ জানান, ১২ বছর আগে তার বুদ্ধি প্রতিবন্ধি ভাইয়ের স্ত্রী মারা গেলে তার একমাত্র বুদ্ধি প্রতিবন্ধি কণ্যাকে নিজের বাড়ী রেখে লালনপালন করে আসছেন। অভিযুক্ত প্রতিবেশী রূপকুমারের সাথে তার ভাল সম্পর্ক থাকায় সে নিত্যদিন আমার বাড়ীতে যাতায়াত করত। কিন্তু তার অভিসন্ধি আমি বুঝতে পারিনি। অনুমান ১৫/২০ দিন পূর্বে আমার ৬ষ্ঠশ্রেণীতে পড়ুয়া অপর ভাইয়ৈর মেয়ে রান্নাঘরে গেলে আমার প্রতিবন্ধি ভাইঝির সাথে অপ্রীতিকর অবস্থায় রূপকুমারকে দেখে ফেললে বিষয়টি জানতে পারি।

অতঃপর প্রতিবন্ধি মেয়েকে জিজ্ঞাসা করলে জানায়, দীর্ঘদিন ভয় দেখিয়ে তাকে অসংখ্যবার জোরপূর্বক ধর্ষন করেছে ওই রূপকুমার। আমার বুদ্ধি প্রতিবন্ধি ভাইঝি এখন অন্তসত্তা। আমি তার আগত সন্তানের স্বীকৃতিসহ সুষ্ঠ বিচার চাই। ধর্ষনের শিকার বুদ্ধি প্রতিবন্ধি কিশোরী অস্পষ্ট ভাষায় সাংবাদিকদের জানায়, রূপ কুমার তাকে ভয় দেখিয়ে অনেকবার জোর করেছে এবং কাউকে কিছু না বলতে নিষেধ করেছে। সেও তার আগত সন্তানের স্বীকৃতি পেতে, রূপকুমার তাকে বিয়ে করুক বলে জানায়।

অভিযুক্ত রূপ কুমার বিষয়টি অস্বীকার করলেও শালিসের মাধ্যমে ১ লক্ষ ২০ হাজার টাকায় রফাদফা করার বিষয়ে বলেন, মান সম্মান রক্ষার জন্য তিনি তার স্কুল শিক্ষক ভাইকে স্থাণীয় ও স্বজনদের নিয়ে মিমাংসা করতে বলেছেন বলে জানান।

কালিয়া থানার (ওসি তদন্ত) রতনুজ্জামান বলেন, এ বিষয়ে কোন অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।