Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশে নিযুক্ত ডিপ্লোমেটিক কোরের সদস্যদের শ্রদ্ধা

MEHADI HASAN
মার্চ ২৪, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নবধারা প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ডিপ্লোমেটিক কোরের সদস্যরা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলমকে সঙ্গে নিয়ে দুপুরে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এর আগে  ৪০ টি  দেশের কূটনীতিক সহ ৬৫ জনের প্রতিনিধি দল টুঙ্গিপাড়ায় আসেন।

বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় আসেন বিদেশী কূটনীতিকগণ। দুপুরে জাতির পিতার প্রতি একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এরপর হয় বিশেষ দোয়া ও মোনাজাত। এসময় বিভিন্ন দেশের ৪০ জন কূটনীতিরসহ ৬৫ জনের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগে সভাপতি মন্ডলীর সদস্য ফারুক খান এমপিসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলমকে সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় আসেন বিদেশী অতিথিরা। জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ডিপ্লোমেটিক জোনের ভারপ্রাপ্ত ডীন মরক্কোর মাজিদ হালিম পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ স্বাক্ষর করেন। এরপর রাষ্ট্রদূতগণ বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ী ও লাইব্রেরী পরিদর্শন করেন। এছাড়া অতিথিবৃন্দ সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে অনুষ্ঠিত লোকজ  মেলা পরিদর্শন করেন। সেখানে বিদেশী অতিথিদের সম্মানে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।