Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রামপালে ওয়াল্ড ভিশনের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন

MEHADI HASAN
মার্চ ২৪, ২০২২ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে ওয়াল্ড ভিশনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আলোচনাসভা, উন্নয় সংস্থা ওয়াল্ড ভিশনের বিভিন্ন কর্মকান্ড বিষয়ক ডকুমেন্টারি ভিডিও প্রদর্শনী ও নৃত্যসহ নানাবিধ বিষয় উপস্থাপন ও আলোকপাত করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার হুড়কা ইউনিয়নের গাজী খালি সাইক্লোন সেন্টারে ওয়াল্ড ভিশনের প্রোগ্রাম কুয়ালিটি এ্যাসুরেন্স ফিল্ড স্পালিস্ট সুভাষ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুড়কা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার গোলদার। ওয়াল্ড ভিশন রামপালের এপি নিউটন গমেজের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন গাজী খালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচ্চিদানন্দ অভিকারী, পিও বাঁশতলী পিএফএ রামপাল এপি গমেস অপূর্ব সরদার, ইউপি সদস্য পূর্ণেন্দু বোস, অনিন্দ্য মন্ডল, গায়ত্রী বিশ্বাস, ননীবালা বিশ্বাস, গোপেশ্বরী বাছাড়, অনিমেষ মন্ডল, অরুপ মন্ডল, সন্তোষ মল্লিক ও ভেকট মারি গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সুজন মল্লিক ও সাধারণ সম্পাদক পূর্ণীমা মন্ডল প্রমূখ।

এসময় বক্তারা বলেন, শিশু কল্যাণসহ মানুষের জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠা লগ্ন থেকে ওয়াল্ড ভিশন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক দাতা সংস্থা হিসাবে সংস্থাটি বিশ্ব জুড়ে সমাদৃত আস্থা ও কার্যক্রম পরিচালনা করে আসছে। শিশু কল্যাণ নিশ্চিত করনীয় মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন, শিশুদের সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে ওয়ান্ড ভিশন অসামান্য কাজ করে যাচ্ছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।