Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াতে সড়কেই ফসল মাড়াই ও শুকানো এ যেন মরন ফাঁদ !

MEHADI HASAN
মার্চ ২৪, ২০২২ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি :

নড়াইলের কালিয়া উপজেলার প্রধান সড়কসহ ইউনিয়ন পর্যায়ের অধিকাংশ পাঁকা সড়ক ফসল শুকানো ও মাড়াইয়ের কাজে ব্যবহার করায় দুর্ভোগ পোহাচ্ছে পথচারীরা। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, অনেকেই পঙ্গুত্ব বরন করে মানবেতর জীবন যাপন করছে। এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

সরেজমিনে দেখা যায়, উপজেলা সড়কসহ গ্রাম ও ইউনিয়ন পর্যায়ের পাঁকা সড়কে কলাই, মসুরী, গম, ধনিয়া, রাই সরিষাসহ নানা প্রকার রবিশস্য শুকানো ও মাড়াইয়ের জন্য বাড়ির উঠানের মত ব্যবহার করছে স্থাণীয় কৃষকেরা। রাস্তায় পর্যাপ্ত রোদ আর চলাচলরত গাড়ীর চাকায় সহজে ফসল মাড়াই হওয়ায় এদের কাছে বাড়ি সংলগ্ন সড়কই মাড়াইয়ের জন্য একমাত্র স্থান হয়ে দাঁড়িয়েছে। ফলে যানবাহন ও যাত্রীদের প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হচ্ছে বলে গাড়ীর মালিক ও যাত্রীরা জানান। এ অবস্থার প্রতিকারের জন্য তারা সড়ক ও পরিবহন কতৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণপূর্বক আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। উপজেলার কালিয়া-বড়দিয়া- যোগানীয়ার প্রধান সড়কসহ বাইপাস সড়কেও নিজেদের কষ্ট লাঘবে এ মরন ফাঁদ পেতেছেন স্থাণীয় কৃষকেরা। ইজি বাইক চালক রবিউল খান, নসু মোল্যাসহ কয়েজন জানান, উপজেলার অধিকাংশ রাস্তায় ফসল শুকাতে দিয়ে পথচারীদের দূর্ভোগ সৃষ্টি করছে এক শ্রেনির অলস মানুষ। গাড়ীর চাকায় ফসল পেঁচিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হচ্ছে আমাদের। ক্ষতিগ্রস্থ হচ্ছে গাড়ী এবং আহত হচ্ছে যাত্রীরা। আমরা কিছু বললে আমাদের ওপর তেড়ে আসে। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

উপজেলা নির্বাহি অফিসার মোঃ আরিফুল ইসলাম নবধারা কে বলেন, এটা দুঃখজনক বিষয়। থানা পুলিশকে এবিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।