মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়ায় নিখোঁজ রাজমিস্ত্রি রাজিব মোল্যাকে (৩২) উদ্ধার করেছে র্যাব-৬ এর একটি আভিযানিক দল। ২৫ মার্চ (শুক্রবার) দুপুর ১:৩০ টায় নিখোঁজের ১৩ দিন পর তাকে লোহাগড়া থানার এড়েন্দা বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। রাজিব কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের মো. ছালাম মোল্যার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজিবের অবস্থান নিশ্চিত হয়ে যশোর ক্যাম্পের র্যাব-৬ সিপিসি-৩ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারপূর্বক কালিয়া থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য যে, ১৩ মার্চ সকালে রাজিব উপজেলার সালামাবাদ ইউপির বাকা গ্রামের একটি বাড়ীতে কাজ করার নাম করে বেরিয়ে আর ফিরে আসায় ১৬ মার্চ রাজিবের শশুর কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের দাউদ খান কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।