স্টাফ রিপোর্টার,চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে গভীর রাতে ঘরে ঢুকে নাজমা বেগম (৫১) নামের এক নারীকে কুপিয়ে যখম করেছে দুবৃর্ত্তরা। বুধবার দিবাগত (২৩ মার্চ) রাতে উপজেলার বড়বাড়িয়া কাটাগাংকুল এলাকায় এঘটনা ঘটে। আহত নাজমা বেগম ওই গ্রামের মানিক শেখের স্ত্রী। ওই দিন তার স্বামী বাড়িতে ছিলেননা।
নাজমার ভাই সোলাইমান জানান, দুবৃর্ত্তরা বুধবার গভীর রাতে সুকৌশলে তার বোনের ঘরের প্রবেশ করে নাজমাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এসময় নাজমার চিৎকারে স্থানীরা ছুটে আসলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্্ের পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তিকরা হয়।
এব্যাপারে নাজমা বেগমের স্বামী মানিক শেখ বাদি হয়ে থানায় ইউনুছ খন্দকার( শান্ত) ও আরিফুলকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।