নবধারা প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন, দেশের সকল প্রাথমিক বিদ্যালয় দ্রুত খুলে দেওয়ার বিষয়ে আমরা আন্ত মন্ত্রণালয় বৈঠক করবো, স্বাস্থ্যবিধি মেনে অচিরেই প্রাথমিক বিদ্যালয় গুলি আমরা খুলে দেবোর সিদ্ধান্ত গ্রহন করা হবে।
তিনি আজ মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নবধারা কে একথা বলেন।
এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে নিহত তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন।
এ সময় জেলা শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বস, নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার কল্পনা রানী ঘোষ সহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।