Nabadhara
ঢাকাশুক্রবার , ১ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের বড়দিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটে আহত ব্যবসায়ী

MEHADI HASAN
এপ্রিল ১, ২০২২ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের নড়াগাতী থানার বড়দিয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিষ্ণু বিশ্বাস নামে এক কর্মকারকে আহত করেছে একই বাজারের মিষ্টির দোকানী সাদ্দাম দাশ। ০১ এপ্রিল (শুক্রবার) সন্ধায় এ ঘটনা ঘটে।

বিষ্ণু বিশ্বাস টোনা গ্রামের মৃত কুমোদ বিশ্বাসের ছেলে ও বড়দিয়া বাজারের কামারের কাজ করে ও সাদ্দাম দাশ একই বাজারের ব্যবসায়ী ও কালিয়া থানার জুশালা গ্রামের কালা দাশের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিষ্ণু দীর্ঘদিন যাবত সাদ্দামের মিষ্টির দোকান থেকে কয়লা ক্রয় করে আসছিল। এরই ধারাবাহিকতায় সকালে দুজনের মধ্যে কথা কাটাকাটির হয়। অতঃপর বিষয়টি স্থানীরা মিটিয়ে দেয়। সন্ধার দিকে বিষ্ণু বড়দিয়া চৌরাস্তায় এলে সাদ্দাম সাইজ কাঠ দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করলে স্থানীরা তাকে নিকটস্থ ফার্মেসীতে নিয়ে চিকিৎসা করান।

অভিযুক্ত সাদ্দাম নবধারা কে বলেন, কয়লার দাম বেশী পাওয়ায় আমি বিক্রি করে দিলে সে আমাকে মারতে আসছিল। তাই আমিও তাকে মেরেছি। বিষয়টি নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহাকে অবহিত করলে তিনি এখনই দেখবেন বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।