Nabadhara
ঢাকাশনিবার , ২ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে মৎস্য ঘেরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

MEHADI HASAN
এপ্রিল ২, ২০২২ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে পূর্ব শত্রুতার জেরে এক ইউপি সদস্যসহ তিন কৃষকের মৎস্য ঘেরে বিষ দিয়ে অন্তত তিন লক্ষ টাকার মাছের ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৩ নং গাংনী ইউনিয়নের দারিয়ালা গ্রামে গত শুক্রবার রাতে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক ২ নং ওয়ার্ড ইউপি সদস্য, মোল্লা জসিম উদ্দিন জানান, তার দুই বিঘা জমির একটি মৎস্য ঘেরে শুক্রবার রাতের যেকোনো সময় পূর্বশত্রুতার জেরে দুষ্কৃতিকারীরা বিষ দেয়, শনিবার সকালে ঘেরে গিয়ে দেখেন, ৭/৮ হাজার চিংড়ি সহ সকল ধরনের সাদা মাছ এমনকি পোকামাকড়ও মরে ভাসছে। এতে তার অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া একই এলাকার টিপু মোল্লা ও জাবের মোল্লা নামের দুই কৃষকের পৃথক দু’টি মৎস্য ঘেরে বিষ দেয় দুস্কৃতিকারীরা। এতে তাদের প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়।
এঘটনায় অজ্ঞাত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযোগ করা হবে বলেও জানান উক্ত ইউপি সদস্য মোল্লা জসিম উদ্দিন।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ নবধারা কে বলেন, এবিষয়ে লিখিত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।