শরিফুল ইসলাম নড়াইলঃ
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের সাবেক সফল অধিনায়ক ও নড়াইল- ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজার পৃষ্ঠপোষকতায় প্রথম বারের মতো নড়াইল জেলা আন্ত:স্কুল এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় লোহাগড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মোল্যার মাঠ) নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু শিকদারের সভাপতিত্বে পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, পৌর আ’লীগের সভাপতি কাজী বনি আমিন, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক এম এম কামরুল আলম সহ প্রমুখ। প্রতিযোগিতায় বালকদের জন্য ১৩টি ও বালিকাদের জন্য ১২টি সর্বমোট ২৫টি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।