শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজার পক্ষ থেকে নড়াইল আধুনিক সদর হাসপাতালের রোগীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে সদর উপজেলা ছাত্রলীগ।
বুধবার (৬ এপ্রিল) বিকালে সদর উপজেলা ছাত্রলীগের আয়োজনে আধুনিক নড়াইল সদর হাসপাতাল ও পৌর এলাকার রুপগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকার গরীব, অসহায়, ভ্যান, রিকশা, ইজিবাইক চালক, নড়াইল আধুনিক সদর হাসপাতালের রোগীসহ বিভিন্ন শ্রেণি পেশার ২ শত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুর নেতৃত্বে সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এ সব ইফতার সামগ্রী পৌঁছে দেন ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।