Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় সরকারী জমি থেকে বালু কাটায় একজনকে জরিমানা !

MEHADI HASAN
এপ্রিল ৭, ২০২২ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

কালিয়া উপজেলার নড়াগাতী থানার জয়নগর খোয়াঘাট এলাকায় অবৈধভাবে স্বেভেটরে বালু কাটার অপরাধে লিয়ন মোল্যা (১৯) নামে একজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপ সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম। এসময় তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।

৬ এপ্রিল (বুধবার) রাত সড়ে ৮টায় এ অভিযান পরিচালিত হয়। লিয়ন মোল্যা গোপালগঞ্জ জেলার গোলাবাড়ীয়া গ্রামের আহাদ আলীর ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মাটি খেকোরা দীর্ঘদিন যাবৎ প্রভাবশালীদের ছত্রছাঁয়ায় প্রশানকে ফাকি দিয়ে অধিক রাতে নদী তীরের সরকারী জমি থেকে অনিয়মতান্ত্রিকভাবে স্কেকেভেটর দিয়ে মাটি কেটে বিভিন্ন ভাটায় বিক্রি করায় চাষযোগ্য জমি হ্রাস পাচ্ছে এবংা সরকার হারাচ্ছে রাজস্ব। ওদের গতিবিধি লক্ষ্য রেখে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপ সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান করে একজনকে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ৪/১৫(১) ধারায় দোষী প্রমানীত হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।