Nabadhara
ঢাকারবিবার , ১০ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আজ ১০ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস

MEHADI HASAN
এপ্রিল ১০, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সবিতা রায়ঃ বিশেষ প্রতিনিধিঃ

আজকের দিনটি আমাদের বাঙালী জাতির জন্য অত্যন্ত গর্বের দিন। ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার যা মুজিবনগর সরকার নামে পরিচিত।

২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু পাকিস্তানীদের হাতে গ্রেফতারের আগেই একাধিক দিক নির্দেশনা দিয়ে পরিকল্পনা তৈরি করেছিলেন যাতে মুজিবনগর সরকার সফল হয়। প্রথমে তাজউদ্দীন আহম্মেদ পাকিস্তানীদের চোখ ফাঁকি দিয়ে ৩০ মার্চ ফরিদপুর কুষ্টিয়ার পথে মেহেরপুর সীমান্তে পৌঁছান,মহাকুমার প্রশাসক তৌফিক এলাহীর সহযোগিতায় ব্যারিস্টার আমিরুল ইসলামকে নিয়ে ভারতে প্রবেশ করেন।ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদের সাথে গোপন বৈঠক করে সংখ্যাগরিষ্ঠ জনগনের ভোটে নির্বাচিত আওয়ামীলীগকে যোগ্য সন্মান দিয়ে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ১৯৭১ সালের ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ঘোষনাপত্র পাঠ করেন অধ্যাপক এম ইউসুফ আলী। ২৬ মার্চের স্বাধীনতা ঘোষনা ও ৭০ এর নির্বাচনের উপর ভিত্তি করেই এই সরকার গঠন করা হয় এবং ১৭ এপ্রিল ১৯৭১ সালে বৈদ্যনাথ তলায় শপথ গ্রহন করে। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক করে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

তাজউদ্দীন আহম্মেদ প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন মনসূর আলী অর্থ, শিল্প, বানিজ্য, এ,এউচ, এম কামরুজ্জামান স্বরাষ্ট্র সরবরাহ ত্রাণ, পূর্নবাসণ কৃষির দায়িত্ব নেন। পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র দুইটি রাষ্ট্র জন্মলাভ করেছে স্বাধীনতা ঘোষণাপত্রের মাধ্যমে মার্কিনযুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। স্বাধীনতার ঘোষণাপত্র বাংলার স্বীকৃতিপত্র, বাঙালীরা বীরদর্পে লড়ে গেছেন এ জন্মযুদ্ধে। সেই অকুতোভয় বীরদের প্রতি নবধারা পরিবারের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।