নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জে সরকারী জায়গার মাটি দিয়ে ইট তৈরী ও মাটি বিক্রি করার দায়ে প্রগতি গ্রীন ব্রিকস-এর ম্যানেজারসহ দুই ব্যক্তিকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার (২৪ ফেব্রুয়ারী) সদর উপজেলার মানিকদাহ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মনোয়ার হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মনোয়ার হোসেন জানান, সদর উপজেলার মানিকদাহ এলাকার প্রগতি গ্রীন ব্রিকস-এ অভিযান চালানো হয়।
এসময় সরকারী জায়গার মাটি কিনে ইট তৈরী করে বিক্রির দায়ে ইট ভাটার ম্যানেজার সবুর মোল্যাকে আটক করে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে, সরকারী জায়গার মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার দায়ে মিজু বিশ্বাস নামক এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।