Nabadhara
ঢাকারবিবার , ১০ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বংশীয় প্রভাব বিস্তারে মহড়ার ঘটনায় মামলা দায়ের

MEHADI HASAN
এপ্রিল ১০, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,চিতলমারীঃ

বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য ও বংশীয় প্রভাব বিস্তারে দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) মো. আলমাস শেখ নামে এক ব্যাক্তি বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আড়ুয়াবর্নী গ্রামের আসাদ শেখকে প্রধান আসামী করা হয়েছে। এছাড়া মামলায় ১৭ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরও ১৫-১৬ জন আসামী রয়েছে। মামলার পর সম্প্রতি চিতলমারীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মধ্যে চরম আতংক ছড়িয়ে পড়েছে। গ্রেফতার এড়াতে তাঁরা এলাকা ছেড়ে পালিয়েছে।

নাম না প্রকাশ করার শর্তে উপজেলা সদর বাজারের ব্যবসায়ীরা জানান, বংশীয় প্রভাব ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে সম্প্রতি সদর বাজারে কয়েক দফা দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ঘটনা ঘটে। এতে বাজারে আসা সাধারণ ক্রেতারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। এ ঘটনার পর চিতলমারী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

রোববার (১০ এপ্রিল) বিকেলে চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, গত ২ এপ্রিলের বংশীয় প্রভাব বিস্তারে মহড়ার ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০৬। মামলায় আড়ুয়াবর্নী গ্রামের আসাদ শেখকে প্রধান আসামী করা হয়েছে। এছাড়া মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-১৬ জন আসামী রয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। অপরাধীরা যে দলেরই হোক না কেন, তাঁদেরকে আইনের আওতায় আনা হবে। আসামীরা বর্তমান পালাতক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।