Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিভিন্ন আয়োজনে বাংলা নববর্ষকে বরণ

MEHADI HASAN
এপ্রিল ১৪, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

বিভিন্ন আয়োজনে বাংলা নববর্ষকে ১৪২৯ বরণ করলো নড়াইলবাসী। পরানো বর্ষকে বিদায় দিয়ে নতুন বর্ষকে বরণ করতে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি ও সুলতান মঞ্চ চত্বরে তিন দিনব্যপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে প্রভাতি সংগীতা অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বর্ষকে বরণ শুরু হয়। পরে সকাল ১০টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের সুচনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিববুর রহমান। এরপরে ঐ স্থান থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে ঢাক, ডোল , কাসর বাজিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল জেলা শাখার সভাপতি মলয় কুমার কুন্ডুর সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ফকরুল হাসান, পৌর মেয়র আঞ্জুমান আরা, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল জেলা শাখার সাধারন সম্পাদক শরিফুল ইসলাম লিটুু, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, আইনজীবি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। অন্যান্য কর্মসুচির মধ্যে রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, লোকজ ও গ্রামীন মেলা ,ঘুড়ি ওড়ানো ,হাড়িভাঙ্গা, চিত্রাংকন, সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা, লাঠিখেলাসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন অনুষ্ঠান। প্রতিদিন সকাল ১০থেকে বিকাল ৪টা পর্যন্ত এ সব অনুষ্ঠান অনুষ্টিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।